শরীয়তপুর প্রতিনিধি: চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম (৩৫) নিহতের ঘটনায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলায় আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আরও পড়ুন : আইনজীবীকে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে বিক্ষোভ
বুধবার সকালে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট এলাকা প্রদক্ষিণ শেষে একই এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, এ্যাড. শাহাদাত হোসেন, এ্যাড. কামরুল হাসান, এ্যাড. মনিরুজ্জামান দিপু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ্যাড. নুরুজ্জামান সিপন, এ্যাড. জালাল আহম্মেদ সবুজ, এ্যাড. মৃধা নজরুল কবির, এ্যাড. মনোয়ার হোসেন, এ্যাড. শাখাওয়াত হোসেন, এ্যাড. এনামুল হক এনাম, এ্যাড. লোকমান হোসাইন, এ্যাড. সুলতান নাসির, এ্যাড. শহিদুল ইসলাম সজীব, এ্যাড. রাশেদ খান প্রমুখ। এসময় বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ট্রলির ধাক্কায় নিহত ২
এসময় বক্তারা বলেন, আমাদের কাছে পরিস্কার কারা আইনজীবী সাইফুলকে হত্যা করেছে। তারা শুধু কোনো মুসলিমকে নয় বরং একজন সরকারি আইনজীবীকে হত্যা করেছে। কোনো ধর্মীয় সংগঠন এটা করতে পারে না। এই সংগঠনের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদ জড়িত। আর সনাতনীরাও কোনোভাবে ইসকনকে সমর্থন করতে পারে না।’
বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি আইনজীবীকে হত্যা করার নজির নেই। কিন্তু ইসকন সেটা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তাঁদের ফান্ডিংয়ের উৎস কী তা বের করতে হবে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে শেখ হাসিনার মতো তাদেরকেও প্রতিহত করা হবে।’
সান নিউজ/এমআর