নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল লতিফ (৬৭) নামের ১ কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বগুড়া চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শ্রমিকদের ফের সড়ক অবরোধ
মৃত কয়েদি, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
জেল সুপার ফারুক আহমেদ বলেন, গত (১৫ আগস্ট) মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় গ্রেফতার হয়ে বগুড়া কারাগারে আসেন তিনি। এরপর শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জেল সুপার আরও বলেন, আব্দুল লতিফের লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সান নিউজ/এমএইচ