জেলা প্রতিনিধি: সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জয়নাবাড়ি মহল্লায় এশিয়ান ওয়েল নামে একটি মবিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় ভেতরে থানাকা আসবাপত্র, মেশিন এবং কারখানায় তৈরি মবিল আগুনে পুড়ে গেছে।
রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার
ফায়ার সার্ভিসে জানায়, রোববার দুপুর ১২টায় এশিয়ান ওয়েল মবিল কারখানায় আগুন লাগে। এরপর ১২.৫ মি. সাভার ফায়ার সার্ভিসকে কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার বিষয়টি জানায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ১২.৫ মি আমাদের কাছে এই অগ্নিকাণ্ডের খবর আসে। এর পরে আমাদের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল যায়। পরে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় বেলা ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত এবং এর ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
সান নিউজ/এমএইচ