জেলা প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২) নামে ৩ যুবক নিহত হয়েছেন। তারা টাঙ্গাইল জেলার মধুপুর থেকে বন্ধুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন।
রোববার (১০ নভেম্বর) ভোর ২.৪০ মি. এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার
নিহতরা হলো, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে।
নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, শনিবার রাতে বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এরই পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ইউ টার্ন নেওয়ার সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা নাসির ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিরা আহত হন। এরপর আহত মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় অপর ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ সময় বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ