জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মহিলা কলেজ এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (৯ নভেম্বর) রাত ১০টায় এই ঘটনা ঘটে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাসায় মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ
নিহতরা হলো, পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হেকিমের ছেলে অটোরিকশাচালক রহমত উল্লাহ (৪৫) ও ঝালুয়া এলাকার আব্দুল জলিলের ছেলে হাবিবউল্লাহ (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ জেলার নান্দাইল চৌরাস্তা থেকে ২টি অটোরিকশা একটি অন্যটিকে ওভারটেক করে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৫ জন আহত হন।
এরপর স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর পরে ১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসক। অপর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে সেখান থেকে ময়মনসিংহে আসার পথে ১ জন মারা যান।
আরও পড়ুন: গুলিস্তানে এবার পাল্টা কর্মসূচি
অপর ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১ টায় আরও ১ জন মারা যান। আহত অপর ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে কেউ মারা যায়নি। হাসপাতালে আনার পথে ১ জন ও চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সান নিউজ/এমএইচ