নিনা আফরিন,(পটুয়াখালী) প্রতিনিধি : দখল-দূষণে অস্তিত্ব হারিয়ে যাওয়া পটুয়াখালীতে পুকুরের আবর্জনা পরিষ্কারে অভিযানে নেমেছে প্রশাসন। বিডি ক্লিন পটুয়াখালী ও স্থানীয় যুবক, জেলা প্রশাসন ও যবউন্নয়নের সহযোগিতায় শুরু হয়েছে এই কার্যক্রম।
আরও পড়ুন: পর্যটকমুখর রাঙামাটি
শনিবার ( ৯ নভেম্বর) সকাল সারে ৯টায় পটুয়াখালী শহরের টিবি ক্লিনিক সংলগ্ন এলাকায় সরকারি পুকুরটি মলয়লা আবর্জনায় পরিবেশ দুষনসহ এখান থেকে নানা রোগ বেধী ছরাচ্ছে। সরকারী নির্দেশনায় আজ পুকুরের আবর্জনা পরিষ্কারে অভিযানে নেমেছে
জেলা প্রশাসন।
কয়েকটি ভাগে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় পুকুরের সব ময়লা পরিষ্কারের কথা বলেছেন এই অভিযানে অংশ নেওয়ারা। আর পুকুরের পানি ব্যাবহারের উপযোগী রাখতে স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসার আহ্বান প্রশাসনের।
পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে কাজ করতে হবে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে তাদের সঙ্গে কাজ করছি।
পটুয়াখালী জেলা প্রশাসক বলেন, পুকুরের পানি পরিস্কারসহ সাধারন মানুষ ব্যাবহারের উপযোগী করতে আমরা এই উদ্যেগ নিয়েছি। পুকুরটি পরিস্কার রাখতে আমাদের পাশাপাশি এগিয়ে আসতে হবে স্থানীয় বাসিন্দাদের। আশপাশের বাসিন্দাদের সচেতন হতে হবে।
সান নিউজ/এএন