জেলা প্রতিনিধি: ২৪ দিন রাঙামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা শেষে গত ১ নভেম্বর থেকে তুলে নেওয়া হয় সব ধরনের বিধি-নিষেধ। এরপর ধীরে ধীরে পর্যটকরমুখর হয়ে উঠছে রাঙামাটি।
আরও পড়ুন: কক্সবাজারে ১৯ ইউপি সদস্য আটক
সরেজমিনে দেখা গেছে, রাঙামাটির পর্যটন আইকন ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, দলে দলে পর্যটকরা ঝুলন্ত সেতুতে ঢুকছে। কেউ সপরিবারে আবার কেউ বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই হ্রদের স্বচ্ছ নীলাভ জলে ট্যুরিস্ট বোটে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই সুবলংয়ের সৌন্দর্য উপভোগ করতে গেছেন।
পর্যটন বোট ঘাটের ম্যানেজার বলেন, প্রথমদিকে খুব বেশি পর্যটক না আসলেও আস্তে আস্তে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারও ভালো পর্যটক এসেছে। আশা করছি এভাবে পর্যটকরা আসলে যা ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে পারব।
পর্যটন হলিডে কমপ্লেক্সের ডেস্ক ইনচার্জ বলেন, এখন পর্যটন মৌসুম শুরু হয়েছে। আমাদের হোটেলে প্রায় ৬০-৬৫ শতাংশ বুকিং রয়েছে। অন্যান্য হোটেলগুলোতেও একই বুকিং রয়েছে। আশা করছি সামনে ভালো একটা ব্যবসা হবে।
সান নিউজ/এএন