ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বাড়ি থেকে কম্পিউটার প্রশিক্ষন নিতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইকরাম (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধু। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন : যুবককে গলা কেটে হত্যা
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বোরহানউদ্দিন উপজেলার লেবুকাটা চার রাস্তার মাথা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইকরাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের প্রবাসী মো. হারুন-অর-রশীদ এর একমাত্র ছেলে। সে তজুমদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
আরও পড়ুন : নারী ফুটবলারের লাশ উদ্ধার
ইকরামের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে ইকরাম তার দুই বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে কুঞ্জেরহাট বাজারে কম্পিউটার শিখতে যায়। কম্পিউটার শিখে সন্ধ্যার দিকে কুঞ্জেরহাট বাজার থেকে মনিরাম বাজারে যাওয়ার পথে লেবুকাটা চার রাস্তার মাথা নামক জায়গায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ইকরামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইকরামসহ তার দুই বন্ধু গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে ইকরামের মৃত্যু হয়। গুরুতর আহত দুই বন্ধু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশ কোনো অভিযোগ পায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর মোটরসাইকেলটিও পায়নি। এরপরও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
সান নিউজ/এমআর