জেলা প্রতিনিধি: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে বাসের হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টায় এ র্দুঘটনা ঘটে। কিন্তু তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: বজ্রপাতে ১ জনের মৃত্যু
ধামরাই ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাতে প্রতিক সিরামিক্স নামের একটি কারখানা ছুটি শেষে বাস করে শ্রমিকদের নিয়ে কালামপুর-নবীনগরের উদেশ্যে রওনা হয়। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালে পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী বাসটি খাদে পড়ে যায়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হতাহত শ্রমিকদের উদ্ধার করে। এ সময় বাসের নিচে চাপা পড়ে বাসের হেলপার নিহত হয়েছে। এছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। এরপর তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমএইচ