নিজস্ব প্রতিবেদক: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা কাটিয়ে জেলেদের প্রস্তুতি
শনিবার (২ নভেম্বর ) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর সোনাডাঙ্গার কুবা মসজিদ গলির প্রবেশপথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে সজিব ও ইয়াসিন নামে দুইজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রাসেল নগরীর শেরেবাংলা রোড আমতলার মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেরেবাংলা রোড আলকাতরা মিলের পার্শ্বে কুবা মসজিদের গলির প্রবেশপথে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসে পঙ্গু রাসেলকে বুকের পাশে ২টি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। বাকি দুজন ধারালো চাপাতির কোপে রক্তাক্ত জখম হন।
পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত রাসেল ওরফে পঙ্গু রাসেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। শুনেছি গত রাতে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় রাসেল গুলিবিদ্ধ এবং তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত কিছু জানা যায়নি।
সান নিউজ/এএন