মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ভোলায় ১৯টি কূপ খনন করা হবে
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
বনার্ঢ্য শোভাযাত্রাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক গনপতিরায়। পরে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটি উপলক্ষে যুবকদের মধ্যে ঋণের চেক হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক গনপতিরায়।
আরও পড়ুন : গোবিন্দগঞ্জে দীপাবলি উদযাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ মহসীন।
এময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্ম সফি, সিরাজগঞ্জ বন্ধু যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক রাব্বি,সমন্বয়ক মুনতাসির মেহেদী, বানিয়াগাঁতী যুব কল্যাণ সংগঠন সভাপতি মোঃ বনি ইয়ামীন,সিরাজগঞ্জ হেল্পগ্রুপ এর সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নজরুল ইসলাম।
উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে এবার ১০ জন যুবকের মধ্যে ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সান নিউজ/এমআর