আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : মাটিরাঙ্গার বেলছড়িতে যাত্রী ছাউনি সংলগ্ন পাবলিক শোচাগার থেকে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : ঝালকাঠির পৌরসভার উন্নয়নে সভা
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
তবে মৃতদেহটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলছড়ি বাজারে থাকতো এই লোকটি, তবে সে মানসিক প্রতিবন্ধী। ধারণা করা হচ্ছে পানি পান করার উদ্দেশ্যে পাবলিক শৌচাগারে গিয়েছিলেন তিনি, স্থানীয়রা গিয়ে দেখতে পায় পানির ট্যাবের নিকট মৃত অবস্থায় পড়ে রয়েছে। পানির ট্যাব থেকে তখনও পানি পড়ছিলো। পরে পুলিশকে খবর দেয়া হয়।
আরও পড়ুন : নসিমন চাপায় ছাত্রের মৃত্যু
মাটিরাঙ্গা থানার অফিসার ওসি (তদন্ত) শরীফ জানান, স্থানীয়রা থানায় খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিক তার কোন পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃতদেহের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
সান নিউজ/এমআর