জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ডানার কারণে ভোলা-বরিশাল রুটের বন্ধ লঞ্চ এবং ফেরি চলাচল সকাল ৯টা থেকে পুনঃরায় শুরু হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছে। এ সময় ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা- মজুচৌধুরীহাট ফেরি চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক
মো. শহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে ভোলার-ভেদুরিয়া-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৯টা থেকে ভেদুরিয়া ঘাট থেকে বরিশালে ছেড়ে গেছে ও বরিশাল-ভেদুরিয়ার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসতে শুরু করেছে।
এদিকে ভোলার ইলিশাঘাটের ব্যবস্থাপক মো. কাউছার হোসেন বলেন, ঘূর্ণিঝড় ডানার কারণে ১ দিন বন্ধ থাকার পর আজ সকাল ৯ টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজুচোধুরী হাট রুটের ফেরি চলাচল পুনঃরায় শুরু হয়েছে।
ভোলার ভেদুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. তানভীর হোসেন বলেন, শুক্রবার সকাল ৯ টা থেকে ভোলা-ভেদুরিয়া-বরিশাল রুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
সান নিউজ/এমএইচ