জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার নগরকান্দায় মুক্তা আক্তার (৩৫) নামে ১ গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর ৫টায় উপজেলা ডাংগি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে নিহত মুক্তার নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়ে।
আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত যুবক
নিহত নারী, শ্রীরামদিয়া গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী ও ৩ সন্তানের জননী।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, মৃত নারীর স্বামী আরিফ চৌধুরী পরকীয়ায় আসক্ত ছিলেন বলে জানা যায়। এই নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। এরই জেরে বুধবার রাতে স্বামী-স্ত্রী এক সাথে ছিলেন না। নিহত মুক্তা রান্নাঘরে ঘুমিয়ে ছিলো।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ সময় নিহতের স্বামীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমএইচ