জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চাঁদপুর থেকে সকল রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।
বৃহস্প্রতিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানায় বিআইডব্লিউটিএ। এ সময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ থাকবে বলে জানায় নৌ-যান কর্মকর্তা বশির আলী।
আরও পড়ুন: ১৩ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
তার আগে সকাল থেকে ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ ছিলো।
এদিকে, ঘূর্ণিঝড় দানার কারণে চাঁদপুর নদী বন্দরে ৩ নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। এই জেলায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হলেও দুপুর ১টার পর থেকে ভারী বর্ষণ ও তীব্র বাতাস শুরু হয়।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, দেশের উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এ সময় ঘূর্ণিঝড় ডানার কারণে ইতোমধ্যে চাঁদপুরে ধমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি শুক্রবার বিকেল পর্যন্ত চলমান থাকবে।
সান নিউজ/এমএইচ