জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আনসার বাড়িয়ায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুতের ঘটনার টানা ১০ ঘণ্টা পরে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় রেল চলাচল শুরু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বলেন, বুধবার ভোর থেকে টানা ১০ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে সারা দেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক।
তার আগে, বুধবার ভোরে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন যাত্রীবাহী ট্রেনের শতশত যাত্রী। এ সময় যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায়। ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।
সান নিউজ/এমএইচ