ভোলা প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার মেঘনা ও তেুতুলিয়া নদী থেকে ২৪ জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। জব্দ করা হয়েছে ৪০ কেজি ইলিশ, ৪টি নৌকা ২টি স্প্রীডবোড ও প্রায় ২৭ হাজার মিটার জাল। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ইলিশার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২টি স্প্রীডবোডসহ ২ জেলেকে আটক করে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলারক্ষা বাহিনী। একই সময়ে মেঘনা নদীর তুলাতুলী, ও ভোলার খাল থেকে আটক করা হয় আরও ৯ জেলেকে। এছাড়াও তেতুলিয়া নদী থেকে আটক করা হয় ১৩ জেলেকে। এদের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়ছে।
ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, মা ইলিশের সুস্থ প্রজনন নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার মেঘনা তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জুরে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী।
সান নিউজ/এমআর