জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে ৩ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালকিনির পৌরসভার লন্ডন শপিং মলে এ ঘটনা ঘটেছে।
আটককৃতরা হলেন- মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার বেদে সম্প্রদায়ের সদস্য।
পুলিশ বলেন, লন্ডন শপিং মলে আসা ১ জন নারীর ব্যাগ থেকে জোর করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই ৩ জন নারী। এসময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের হাতে-নাতে আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, তিনজন নারী ছিনতাইকারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ