জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকে আগুন
নিহত শিশু, জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসাতী মো. রাসেল মিয়ার মেয়ে।
শিশুর বাবা রাসেল মিয়া জানান, আমার ৫ মেয়ের মধ্যে খাদিজা ৪র্থ সন্তান। রোববার ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখন আমার মেয়েরা বাইরে খেলছিলো। এর কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপর বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখেন লোকজন। এর পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেলো ২ বোনের
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এই ঘটনাটি আমাদের কেউ এখনও জানায়নি। তবে খোঁজ নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ