কুষ্টিয়া প্রতিনিধি : স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে কুষ্টিয়ায় স্তন ক্যান্সার জয়ীদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
সোমবার (৭ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের সনো কনসালটেশন সেন্টারের হল রুমে ১৮ জন স্তন ক্যান্সার জয়ীকে সংবর্ধনা দেয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি সনো হসপিটালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : মুন্সীগঞ্জে বদরুদ্দোজার দাফন সম্পন্ন
বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও ক্যান্সার সেন্টারের বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তৌছিফুর রহমানের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. রেফাজ উদ্দীন, সনো কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামসুল ওয়াসে, শিক্ষাবিদ রেবেকা সুলতানা, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।
আরও পড়ুন : ৩ পার্বত্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা
আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে ১৮জন ক্যান্সার জয়ীকে সংবর্ধনা দেয়া হয়।
সান নিউজ/এমআর