জেলা প্রতিনিধি: শেরপুর জেলার তাওয়াকুচা সীমান্তের রাঙাজান এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আজিজুল হক (৩৮) নামে ১ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: টিসিবি পণ্যসহ বিএনপি নেতা আটক
আটক ব্যক্তি, রাজশাহী জেলার গোদাগারী উপজেলায় বাসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আটকের সময় তার কাছে ৯,৫০০ বাংলাদেশি টাকা ও ১টি বাটন ফোন পাওয়া যায়। এরপর আটক ব্যক্তিকে শেরপুরের শ্রীবরর্দী থানা পুলিশের নিকট সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, আটক আসামিকে এখনো থানায় দেওয়া হয়নি। তাকে থানায় সোপর্দ করা হলে আমরা সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেব।
সান নিউজ/এমএইচ