জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার তেঘরীতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দিলে তানভির হোসেন (৩) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: বন্দরে জাহাজে আগুন
নিহত শিশু, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের স্কুলপাড়ার দিনমজুর নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার রাত ১টায় ঘুমন্ত অবস্থায় ১টি বিষধর সাপ শিশু তানভিরকে কামড় দেয়। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে সাপটি দেখতে পায়। এর পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আরও পড়ুন: নতুনভাবে সব কিছু শুরু করতে চাই
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন চাঁদ জানান, রাতে ঘুমের মধ্যে সাপে কামড় দিলে তার কিছুক্ষণ পর যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি। তারপর পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরের মধ্যে থাকা সাপটি মেরে ফেলেন। তারপরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটি মারা যায়।
সান নিউজ/এমএইচ