জেলা প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আরও পড়ুন : দ্রুত সংস্কার শেষে নির্বাচন
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।
আরও পড়ুন : উত্তরাঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দি
আহতরা হলো- নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৩৬), হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন (৩৫) ও একই এলাকার কাদিপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে এনামুল হক (৫০)।
স্থানীয়রা বলেন, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু ভ্যানে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি ট্রাক। এতে ভ্যানগুলো দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আরও পড়ুন : যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আজ (সোমবার) সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক দিনাজপুরের কোতোয়ালি থানার রামনগর গ্রামের শেখ ওসমান আলীর ছেলে সিদ্দিক হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া উক্ত ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সান নিউজ/এমআর