জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় কক্সবাজার সমুদ্র সৈকত
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সব্দালপুর বাজার ও নোহাটা গ্রামের মধ্যে সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হাফিজার ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মোল্যার ছেলে সাব্বির মোল্যার সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী বলেন, সম্প্রতি সারা দেশে রাজনৈতিক মামলার ধারাবাহিকতায় ঢাকার একটি মামলায় শ্রীপুর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে আসামি করার ঘটনা নিয়ে নোহাটা ও সব্দালপুর গ্রামে দুপক্ষের সমর্থিতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই সূত্র ধরে গতকাল দুপুরে উভয়পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করে।
আহতরা হলেন- হাফিজার মোল্যা, মিলন শেখ, শফিকুল ইসলাম, টুটুল শেখ।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সেনা সদস্যরা টহল জোরদার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সান নিউজ/এএন