জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা সদরের গুঞ্জরগড় গ্রামে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কালাম মিয়া (৪৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মৃত ব্যক্তি, ঠাকুরগাঁও জেলা সদরের গুঞ্জরগড় গ্রামের বাসিন্দা।
প্রতিবেশী এম এ সালাম রুবেল জানান, বুধবার সকালে কালাম মিয়া পার্শ্ববর্তী এলাকার একটি বিলে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। এরপর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এমএইচ