জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের ১ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার মহিষতুলী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মঙ্গলবার রাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ঐ গ্রামের সুদীপ ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেড়ে ২ বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সতীশ সংঘর্ষ ঠেকাতে গেলে পেছন থেকে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর ভাবে আহত হন। এরপর উদ্ধার মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এমএইচ