বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সংগৃহীত ছবি
সারাদেশ প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৮
সর্বশেষ আপডেট ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৮

বাস-ট্রেনে‌র ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: হাতিয়ায় মাছ ধরার ৭ ট্রলার ডুবি

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপ‌জেলার গাড়িদহ ওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিয়াকত আলী শাজাহানপুর উপজেলার চেতুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, লিয়াকত আলী শেরপুরে প্রয়োজনীয় কাজ শেষে শেরপুর থেকে মোটরসাইকেল নিয়ে শাহজাহানপুরে বাড়ি ফিরছিলেন। এসময় গাড়িদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তি‌নি গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিসে দায়িত্বরত বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা‌কে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়। হাসপাতা‌লের কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

আরও পড়ুন: কক্সবাজারে আটকা পড়েছেন পর্যটক

অপরদিকে, এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরান বগুড়া ওয়াপদা গেট এলাকায় ট্রেনের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে আরেকজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পদ্মরাগ ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত আশরাফুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার আজিমউদ্দিনের ছেলে। তিনি বগুড়ায় একটি সিগারেট কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) গোলাম মোস্তফা জানান, রাত সাড়ে ৮ টার দিকে পদ্মরাগ ট্রেন বগুড়া থেকে সান্তাহার অভিমুখে রওয়ানা দেয়। ট্রেন যখন আজিজুল হক কলেজ সংলগ্ন ওয়াপদা গেটের কাছাকাছি আসে, তখন আশরাফুলসহ দুজন মোটরসাইকেল করে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কিছু বোঝার আগেই মোটরসাইকেলে ধাক্কা লাগে ট্রেনের। ধাক্কায় ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। তবে তার সঙ্গীর কিছু হয়নি বলে জানা গেছে।

রেলও‌য়ে পু‌লি‌শের এই কর্মকর্তা ব‌লেন, আশরাফুল নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তিনি স্ত্রীর জন্য ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মৃত্যুর পরপরই তার লাশ নিয়ে যায় স্বজনেরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা