জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঝিলংজার ২নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্যবসায়ী-অটোরিকশা চালকদের সংঘর্ষ
নিহতরা হলো, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার ২ শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার ভোর ২টায় ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। এরপর সেখানে গিয়ে তারা দেখেন, সপরিবারে মাটিচাপা পড়েছে মিজান। এর পরে তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। তারপর দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও ২ শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজবাড়ীর ৪ থানায় নতুন ওসি
তারা আরও জানান, মিজানের বাড়িটি পাহাড়ের নিম্নবর্তীস্থানে। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। তার পরে মধ্যরাতে ওপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।
সান নিউজ/এমএইচ