জেলা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সৈয়দ ওরফে লুতু মিয়া (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ব্যবসায়ী-অটোরিকশা চালকদের সংঘর্ষ
বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ফাজিলেরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন লুতু মিয়া। বাড়ির পাশেই একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাকে তাড়া করে পিষ্ট করে মেরে ফেলে।
বড় উঠান ইউনিয়নের চেয়ারম্যান বলেন, কেইপিজেড এলাকা থেকে হাতি প্রায় সময় লোকালয়ে এসে লোকজনের ক্ষতি করে। বুধবার রাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে ভুক্তভোগী কৃষকের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক ময়নাতদন্ত ছাড়াই তার দাফনের ব্যবস্থা করা হয়।
সান নিউজ/এএন