জেলা প্রতিনিধি: বরিশাল জেলায় নবগ্রাম রোডের ফরেস্টার বাড়ির পুল এলাকায় ডাক বিভাগের ১টি কার্যালয়ের ভেতরের ঘাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১টি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া যায়।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাক বিভাগের কার্যালয়ের মালি বাগান পরিচ্ছন্ন করতে গিয়ে ঐ বস্তুটি দেখতে পায়।
আরও পড়ুন: কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ
এই ঘটনাটি মেইল প্রসেসিং কর্মকর্তা আলমগীর হোসেনকে জানায় মালি। এরপর তিনি জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। এর পরে সেখানে সেনাবাহিনীর সদস্যরাও আসেন।
ডাক বিভাগের ১ কর্মকর্তা বলেন, গত সোমবার (৪ আগস্ট) ছাত্র ও পুলিশের সময় সংঘর্ষ চলার সময় অনেকেই তাদের এই সীমানার মধ্যে ঢুকে পড়েছিলেন। এ সময় তাঁরা আসলে বুঝতে পারছেন না এই ধরনের গ্রেনেডসদৃশ বস্তু এখানে কীভাবে এলো।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন জানান, গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধারের জন্য লেবুখালী ক্যান্টনমেন্টে অফিশিয়ালি একটি চিঠি দিয়ে বিশেষজ্ঞদের সহায়তা চাওয়া হয়েছে। এরপর তাঁরা এলে এটিকে উদ্ধার করা হবে। তবে এটি আদৌ গ্রেনেড কি না তা জানান যায়নি। যদি এটি গ্রেনেড হয়, তাহলে কী ধরনের গ্রেনেড, তাও নিশ্চিত হওয়া যাবে। এখন ঐ এলাকাটি সেনা ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন।
সান নিউজ/এমএইচ