জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ভৈরবে ট্রেনের ধাক্বায় সেতু থেকে পড়ে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় নিহতদের নাম পরিচয় এখেনও জানা যায়নি তবে তাদের মধ্যে ১ জন নারী (৩২) এবং অপরজন পুরুষ (৩৫)।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের ভৈরবপুর এলাকার ২৭ নম্বর সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৫
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৮টায় সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবপুর এলাকার ২৭ নম্বর রেলওয়ে সেতুটি অতিক্রম করার সময় ২ জনকে ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়। এই ঘটনার সময় তারা ২ জনেই সেতুর রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পুরুষ ব্যক্তিটিকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে আহত ঐ নারীও মারা যায়।
হাসপাতালের চিকিৎসক বুলবুল আহাম্মদ বলেন, তাদেরকে হাসপাতালে আনার পরে আমরা আহত পুরুষকে মৃত অবস্থাতেই পাই। এর পরে হাসপাতালে ভর্তির কিছু পরে ঐ নারীও মারা যায়।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন জানান, লাশ ২টি রেলওয়ে থানায় রাখা হয়েছে। এ সময় তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের পরিচয় না পেলে লাশ ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ