জেলা প্রতিনিধি: শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় সিদ্ধিরগঞ্জের সানারপাড়-বন্দরের লাঙ্গলবন্দ পর্যন্ত ১৪ কি.মি যানজট দেখা যায়। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকৃত যাত্রী ও চালকরা।
আরও পড়ুন: বজ্রপাতে নিহত ১
শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে এই দৃশ দেখা যায়। এ সময় যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি অনেকটাই বেড়েছে। এদিকে তাদের ১০ মিনিটের পথ পাড়ি দিতে লেগে যাচ্ছে ১ ঘণ্টারও বেশি সময়। এরই মধ্যে তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে।
এদিকে ১ যাত্রী বলেন, আজ জরুরি কাজের জন্য তিনি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে শিমরাইলে বের হয়েছিলাম। কিন্তু এখন দেখি এই মহাসড়কে তীব্র যানজট। এ সময় যানবাহন সামনে এগোনোর কোনো খবর নেই। এ জন্য তিনি বাসায় ফেরত চলে যাচ্ছি।
আরও পড়ুন: সাপের কামড়ে শিশুর মৃত্যু
এ সময় ১ বাসচালক বলেন, বিগত কয়েকদিন ধরেই এই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। শুক্রবার ছুটির দিনেও একই অবস্থা। সাইনবোর্ড-শিমরাইল আসতে (৬-৭) মিনিট লাগে। তবে সেখানে আজ যানজটের কারণে প্রায় ৫০ মিনিট লেগেছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, শুক্রবার সকাল ৭টায় লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে ১টি যান বিকল হয়ে যায়। এর পাশাপাশি বন্যার জন্য ত্রাণের গাড়ি থেকে শুরু করে এই সড়কে যানবাহনের চাপ বেশি। এ সময় যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সান নিউজ/এমএইচ