সংগৃহীত ছবি
সারাদেশ

যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার টঙ্গীতে সেলিম (৩০) নামে ১ যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে টঙ্গীর কেরাণীটেক বস্তি এলাকায় এই ঘটনাটি ঘটে। এরপর সকাল ১০টায় হাসপাতাল-লাশটি উদ্ধার করে পুলিশ। এর পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বজ্রপাতে নিহত ১

নিহত যুবক, নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তার স্ত্রী বৃষ্টি আক্তারকে নিয়ে তিনি টঙ্গীর কেরাণীটেক বস্তির স্থানীয় বকুলের ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সেলিম পেশায় ১জন বাবুর্চি। এ সময় বৃহস্পতিবার ভোরে কেরানীটেক বস্তিতে বেবির ঘরের সামনে ফাঁকা জায়গায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে কিছু দুর্বৃত্তরা। এর পরে খবর পেয়ে নিহতের স্ত্রী বৃষ্টি তার স্বামীকে উদ্ধার করে চিকিৎসা জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। তার পরে হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: প্রকাশ্যে ১ যুবককে কুপিয়ে হত্যা

এদিকে নিহতের স্ত্রী বৃষ্টি আক্তারের অভিযোগ করে বলেন, তার এলাকার স্থানীয় যুবক রনি ও খালেকের সাথে তার স্বামীর পূর্ব বিরোধ ছিল। এরপর বৃহস্পতিবার ভোরে রনির মায়ের ঘরের সামনে সেলিমকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি। এর পরে খবর পেয়ে আমি আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যাই। তারপর সকালে আমার স্বামীর মৃত্যু হয়। এই ঘটনায় তিনি হত্যা মামলা করবেন বলেও জানিয়েছেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ জানান, বৃহস্পতিবার ভোরে গুরুতর আহত অবস্থায় সেলিম নামে ১ যুবককে আনা হয়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে।

আরও পড়ুন: বেড়েছে পদ্মার পানি

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ১টি হত্যা মামলা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

সাভারের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে হেমায়েতপুর-...

ঈদে যৌথবাহিনীর টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী, বিজি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা