জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪০ কি.মি এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেনে এই সড়কে যাতায়াত করা যাত্রী ও চালকরা।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত এই মহাসড়কে পানি দেখা গেছে। এ সময় জানা যায়, ফেনীর মুহুরীগঞ্জ-কুমিল্লা পর্যন্ত মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। এ জন্যই এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ট্রাক খাদে পড়ে নিহত ২
এদিকে দেখা যায়, এই মহাসড়কের ঢাকামুখী লেনের মিরসরাই সদর-ফেনী পর্যন্ত হাজারও গাড়ি আটকা রয়েছে। এ সময় উল্টোপথে ত্রাণবাহী গাড়ি গুরোকে যাওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে। এতে আবার অনেক গাড়ি যানজটে আটকা রয়েছে।
এ সময় এক ট্রাক চালক বলেন, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহর-ঢাকার উদ্দেশ্যে মাল বোঝায় করে রওয়ানা দিয়েছি। এতক্ষণে ঢাকা পৌঁছানোর কথা, তবে এখনো মুহুরীগঞ্জেই আটকা রয়েছি।
এরপর আরেক চালক আরিয়ান রাব্বি জানান, এই সড়কে প্রায় ১৫ ঘণ্টা আটকা রয়েছি। এদিকে সকল হোটেল বন্ধ থাকায় কোনো খাবার পাচ্ছি না। কখন ঢাকায় পৌঁছাবো তা এখনো বুঝতেছিনা।
আরও পড়ুন: গাড়ির চাপায় ২ বন্ধু নিহত
এক যাত্রীবাহী গাড়ির চালক জানান, মহাসড়কে ঘণটার পর ঘণ্টা যাত্রী নিয়ে বসে আছি। এদিকে যাত্রীরা অনেক কষ্টে আছেন। এখন চট্টগ্রামও ফিরে যেতে পারছি না।
সান নিউজ/এমএইচ