ভোলা প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ভোলা শহরে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের একটি দল শহরের বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন পয়েন্ট যানজটমুক্ত রাখার জন ট্রাফিক ব্যবস্থা রক্ষা করা চেষ্টা করে যাচ্ছে।
আরও পড়ুন : ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
বুধবার (৭ আগষ্ট) সকালে এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকশ সদস্য অংশ নেন। সকাল ৯ থেকে শহরে কালিবাড়ী মোড় থেকে শুরু হয় এ কার্যক্রম। পরে জেলা প্রশাসক কার্যলয়, পুলিশ সুপার কার্যলয় সহ বিভিন্ন জায়গা পরিস্কার করার জন্য ঝাড়ু, বেলচা নিয়ে শহরে বিভিন্ন সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
এছাড়াও বিভিন্ন দেওয়ালে অসংখ্য কুরুচিপূর্ণ স্লোগানাও মুছে দেন। পরে ব্যাগে করে ময়লা-আবর্জনা ভরে পৌরসভার ময়লার স্তূপে রাখা হয়। টানা দুই ঘন্টা চলে এই অভিযান। এছাড়াও ভোলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা টিক করতে শহরের বাংলা স্কুল মোড় থেকে শুরু করে বিভিন্ন পয়েন্ট শিক্ষার্থীরা দায়িত্ব নিয়ে কাজ করছে।
আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বেড়েছে
এ সময় শিক্ষার্থীরা সকলের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার জ্বালাও পোড়াও আমাদের কাম্য নয়। যারা সরকারি সম্পদ নষ্ট করেছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। এসময় সাধারণ শিক্ষার্থী বলেন, এই নতুন বাংলাদেশ আমাদের। এই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের৷ যেহেতু এখন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নেই। তাই আমরা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে ভোলা শহরের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সড়ক এবং ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের সবার এক সঙ্গে কাজ করতে হবে।
এসময় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও এই অভিযানে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন। সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়।
সান নিউজ/এমআর