জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল বেড়েছে।
আরও পড়ুন: যুবকে কুপিয়ে হত্যা
বুধবার (৭ আগস্ট) মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এ সময় টাঙ্গাইলের রাবনা, ঘারিন্দা, রসুলপুর, এলেঙ্গাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া, টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাস ছেড়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী বলেন, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতুতে ১৮ থেকে ২০ হাজার যানবাহন পারাপার হয়। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১০ হাজার ৭৫৮টি যানবাহন পারাপার করেছে। টোল আদায় হয়েছে ৮৫ লাখ ২০ হাজার ৫০০ টাকা।
সান নিউজ/এএন