জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের বেলান নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
রোববার (১৪ জুলাই) দুপুরে তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
আরও পড়ুন: ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন
নিহতরা হলো, দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্কের (৩৫) ও এলাকার জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায়ের (২৫) লাশ উদ্ধার করা হয়।
জানা যায় যে, কৃষিকাজের জন্য বেলান নদীর এই স্থানটি দিয়ে সাঁতরে পারাপার হয়ে কাজ করেন সবাই। এরপর শনিবার দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় বঙ্কেশ্বর চন্দ্র রায় ও জয়ন্ত রায়।
ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম তুহিন জানান, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া বঙ্কেশ্বর চন্দ্র রায়ের সৎকার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং রোববার দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের লাশ সৎকারের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সৎকারের জন্য প্রতি পরিবারকে ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: নৈশ প্রহরীকে হত্যা করে ইজিবাইক চুরি
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, শনিবার দুপুরে বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। এর পরে খবর পেয়ে আমরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় বঙ্কেশ্বর চন্দ্র রায়ের লাশ উদ্ধার করা হয়। এরপর রবিবার দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ