জেলা প্রতিনিধি: সাম্প্রতি সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ ও বিভিন্ন মহলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় এই বিক্ষোভ থেকে কুবির প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ৬০ কি.মি ঝোড়ো হাওয়ার শঙ্কা
শুক্রবার (১২ জুলাই) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধানণ শিক্ষার্থীরা। এই সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পর্যন্ত যায়। এর পরে তারা ঐ স্থানে অবস্থান কর্মসূচিও পালন করে।
শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ওপর এই হামলার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। তবে তাদের ভূমিকা ছিল নেতিবাচক। এ সময় তাদের সামনেই পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে। এরপর শিক্ষার্থীদের ওপর গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। সেই কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে পদত্যাগ করতে হবে তা না হলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।
আরও পড়ুন: সড়কে প্রাণ গেল মোটর মেকানিকের
এর পরে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়টিকে ছাত্র আন্দোলন চত্বর হিসেবে তারা নামকরণ করেন। এই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনেও কোটা সংস্কারের জন্য বিক্ষোভ মিছিল করা হয় এবং শিক্ষার্থীদের ওপর এই হামলার প্রতিবাদ জানানো হয় সেখানেও।
সান নিউজ/এমএইচ