লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে।
আরও পড়ুন: নৌকা ডুবে ২ জনের মৃত্যু
রবিবার (০৭ জুলাই) দুপুরে ইসকন মন্দিরে মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিকালে মন্দির থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রায় শাড়ি, ধুতি, পাঞ্জাবি, ফতুয়াসহ নানা রঙের পোশাকে সেজে অংশগ্রহণ করে নানা বয়সীর বিপুলসংখ্যক পুণ্যার্থী।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫
এর আগে আয়োজিত আলোচনা সভায় লক্ষ্মীপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার , অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক,পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ প্রমুখ।
সান নিউজ/এএন