জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার কালুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ফলবাহী ট্রাকের পিছন অন্য একটি ট্রাক ধাক্কা দেওয়ায় উভয় ট্রাকের লিটন হোসেন (৩৫) ও আনিছুর (৩৫) নামের ২ হেলপার নিহত হয়েছেন।
আরও পড়ুন: ভোলায় শিক্ষার্থীর আত্মহত্যা
শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিসের পূর্বপাশে কালীবাড়ি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো, কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের ফেলু হোসেনের ছেলে ও রাজশাহী জেলার চারঘাট গ্রামের আনসারের ছেলে।
জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস পূর্বপাশে কালীবাড়ি নামকস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ১টি ফলবাহী ট্রাক ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। শনিবার সকাল ৬টায় রাজবাড়ী-কুষ্টিয়াগামী ১টি ফলের খালি ঝুড়ি ভর্তি ট্রাক ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে স্বজোরে ধাক্কা দিলে চলমান ট্রাকের হেলপার আনিসুর ঘটনাস্থলেই মারা যায়। এই সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার লিটন হোসেন গুরুতর ভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানেই তিনি মারা যায়।
আরও পড়ুন: ভাঙা লাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন
পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ জানান, মূলত ওভারটেক করার সময় পেছন থেকে ১ ট্রাকে অন্য ১ ট্রাক ধাক্কা দেওয়ায় উভয় ট্রাকের হেলপার নিহত হয়। এই ঘটনার পরে উভয় ট্রাকের চালক পলাতক রয়েছে। ঘাতক চালকদের আটকের চেষ্টা চলছে।
সান নিউজ/এমএইচ