জেলা প্রতিনিধি: রাজশাহীতে রেললাইনের ভাঙা অংশের ওপরে চটের বস্তা গুঁজে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
আরও পড়ুন: কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬
শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে স্থানীয়রা রেললাইনে ভাঙা দেখে রেলওয়ের কর্মীদের জানায়। পরে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা অংশে বস্তা গুঁজে মেরামতের কাজের প্রস্তুতি শুরু করে।
জানা যায়, রাজশাহী নগরীর বুধপাড়া গনির মোড় রেলক্রসিংয়ে (৫৮ নম্বর রেলব্রিজ) ট্রেনের লাইন ভেঙে গেছে। রাজশাহী-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস ধীর গতিতে যায়. এরপর সিল্কসিটি এক্সপ্রেস রেললাইনের ওপর দিয়ে অতিক্রম করে। অন্য ট্রেনগুলো এভাবেই চলাচল করছে।
রেলওয়ের কর্মীসহ আরও কয়েকজন এসে ঘটনাস্থল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে রেলওয়ের আরও কয়েকজন কর্মীরা এসে ঘটনাস্থল মেরামতের জন্য কাজ শুরু করে। তবে বর্তমানে চটের বস্তা ভাঙা স্থানে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, রেলের কর্মীরা কাজ করছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সান নিউজ/এএন