রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সংগৃহীত ছবি
সারাদেশ প্রকাশিত ২৬ জুন ২০২৪ ০৮:২১
সর্বশেষ আপডেট ২৬ জুন ২০২৪ ০৮:২২

ধলেশ্বরী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আরও পড়ুন : পুকুরে ফেলা মোবাইল উদ্ধারে অভিযান

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত।

এ সময় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাটের খাবার হোটেল ও মুন্সীগঞ্জ বাল্কহেড মালিক সমিতির কার্যালয়, চায়ের দোকানসহ অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

আরও পড়ুন : কারাগার থেকে পালালেন ৪ আসামি

বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০৩ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে সকালে উচ্ছেদ অভিযান শুরু করেন তারা। দুপুর ২টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আগামীকাল দ্বিতীয় দিনের মতো পূনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানান তিনি।

তবে উচ্ছেদ অভিযান শুরুর আগেই অনেকের অস্থায়ী স্থাপনা ও দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র যুগ্ম- পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার, পুলিশ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা