জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় মোবাইলে কথা বলতে গিয়ে খুঁটির মাথায় লাগানো মই থেকে পড়ে গিয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় মুসা মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মৃত বিদ্যুৎ শ্রমিকের নাম রাজু (৩২)। তিনি সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কামালনগর দক্ষিণপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে।
আরও পড়ুন: সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের কর্মচারী বাবু বলেন, রাজু তার হেলপার আমিনুর রহমানকে সাথে নিয়ে কাটিয়া মুসা মসজিদের পাশের সড়কের একটি বাসা বাড়ির বিদ্যুৎ লাইনের কাজ করার জন্য যান। দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুতের খুঁটিতে লাগানো মইয়ের মাথায় দাঁড়িয়ে লাইন ঠিক করছিল। ঠিক সেই সময় মোবাইলে একটি কল আসে। মোবাইলে কথা বলার সময় অসাবধানবশত হঠাৎ সে মইয়ের মাথা থেকে নিচে পড়ে যায়। আমিনুর ফিরে এসে দেখে রাজু মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতা নিয়ে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ লাইনে কাজ করেছেন রাজুর বাবা গোলাম রব্বানী।
সান নিউজ/এএন