জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে ১ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার (৮ জুন) রাত ৯ টায় পানছড়ির দুর্গম দুদুকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই হত্যার ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সোয়াট ও এটিইউ এর অভিযান
নিহত ব্যক্তি, ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর ১ জন সমর্থক বলে জানা যায়।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের অপর ১টি আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করেছেন। তিনি বলেন , শনিবার রাতে ৩/৪ জন অস্ত্রধারী ব্যক্তি বরুণের বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। জেএসএস সদস্যরা পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বেে এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
আরও পড়ুন: পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, এই ঘটনার খবর শুনেছি। এই এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগবে।
সান নিউজ/এমএইচ