বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে টানা পঞ্চমদিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। টানা অনশনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত অর্ধশত শ্রমিক।
পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা জানান, অসুস্থ শ্রমিকদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেককে নিজ নিজ অনশনস্থলে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
খুলনা-যশোর অঞ্চলসহ দেশের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় ৫০ হাজার শ্রমিক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও অনশন কর্মসূচি পালন করছে। দাবি মেনে না নেয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেনে আন্দোলনরত শ্রমিকেরা।
এর আগে গত ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ধর্মঘট এবং আমরণ অনশন পালন করেন রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। ধর্মঘট চলাকালীন গত ১২ ডিসেম্বর প্লাটিনাম জুট মিলের শ্রমিক আবদুর সাত্তার (৫৫) অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসিএইচ) মারা যান। পরে শ্রম প্রতিমন্ত্রী দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে ১৭ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন শ্রমিকরা।