নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন : উলিপুরে অভিযানে ৮ জন গ্রেফতার
শুক্রবার (৭ জুন) দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় শিশুসহ দুজন ও ভোলাহাটে একজন মারা যান।
আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল যুবকের
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঝড়বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা মহল্লার সুভাস ভকতের স্ত্রী ববি ভকত (৩২) ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিন পাঁকা নিশিপাড়ার এরশাদ আলীর মেয়ে কবিতা খাতুন (৮) টিউবওয়েলের পানি আনতে গিয়ে বজ্রপাতে মারা যান।’
ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, ‘ভোলাহাট উপজেলার আন্দিপুরের ইসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০) বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়, পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সান নিউজ/এমআর