জেলা প্রতিনিধি: পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের জন্য আনা ৩ কিশোরকে বেনাপোলের ১টি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
শুক্রবার (৭ জুন) সকালে তাদের ৩ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলো- চাঁদপুর জেলার কচুয়া থানার পুনসাই আশরাফপুরের আয়ুব খাঁর ছেলে সবুজ (১৫), একই এলাকার আয়ুব আলীর ছেলে জহির (১৭) এবং একই থানার জুনাসর মুন্সী বাড়ি গ্রামের সালাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর (১৬)।
আরও পড়ুন: চিনির সঙ্গে জব্দ কারটি যুবলীগ নেতার
বিজিবি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের একটি আবাসিক হোটেল ‘মৌ’ তে অভিযান চালিয়ে তাদের ৩ জনকে উদ্ধার করা হয়। এরপর উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও বলেন, তদেরকে পাচারে জড়িত ব্যক্তি মাদারীপুরের রাজৈর উপজেলার সত্য মালোর ছেলে বাবু (৪০)। তিনি এম এম পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: গাজীপুরে মিলল তরুণীর অর্ধগলিত লাশ
এই ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, উদ্ধারকৃত কিশোরদের বাড়িতে ইতিমধ্যে ফোন দিয়ে জানানো হয়েছে। তারাদের পরিবারেরে মানুষ আসলে পরবর্তীতে সকল পদক্ষেপ নেওয়া হবে।
সান নিউজ/এমএইচ