রংপুর ব্যুরো : ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’ এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ,পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি নগর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর। পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের স্বাগত বক্তব্যে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান ( ড. তুহিন ওয়াদুদ), জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উদ্দিন আহমেদ, রংপুর জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নুরুল হক মুন্না, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান,ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক, পরিবেশ অধিদপ্তর রংপুরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অফিস প্রধানের দায়িত্বে) আজাহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর,প্রিজম বাংলাদেশের রংপুরের সহকারী প্রোগ্রাম কোর্ডিনেটর ইসতাক মাহফুজ, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুৃমার রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন : বনপাড়া পৌরসভার বাজেট পেশ
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর