জেলা প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে যুবক আটক
মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরাশী ইউনিয়নের ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসুদেব নাথ (৪০)।
আরও পড়ুন : ইঞ্জিন বিকল, ট্রলার ভেসে যাচ্ছিল বঙ্গোপসাগরে
মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার বলেন, সালাম ও প্রসুদেব পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে জমিতে কাজ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হবে বলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এমআর