নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা সদরের বনানী এলাকায় ১টি আবাসিক হোটেল থেকে মা ও ১১ মাস বয়সী সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ জুন)সকার সাড়ে ১১টায় বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের ১টি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ধরনা করা হচ্ছে যে, শনিবার (১ জুন) রাতে কোনো ১ সময় তাদেরকে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, রোববার সকাল সাড়ে ১১টায় হোটেল কর্তৃপক্ষ লাশ পড়ে থাকার বিষয়টি থানায় জানান। এ খবর পেয়ে পুলিশের ১টি দল ঘটনাস্থলে গিয়ে লাশ ২টি উদ্ধার করেন। কিন্তু নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত যুবলীগ কর্মী
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, রাতের কোনো ১ সময় তাদেরকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করা হয়েছে।
সান নিউজ/এমএইচ